ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপন।(২৮ জুন) মঙ্গলবার দুপুরে উপজেলার তিনটি ইউনিয়নের এক হাজার বন্যার্ত্যদের মাঝে ত্রাণ সামগ্রী পণ্য চাল ডাল আলু তেল বিতরণ করেন । এসময় উপজেলার আগানগর, শ্রীনগর ও সাদেকপুর ইউনিয়নে এই সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ম- সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা প্রমূখ।
নাজমুল হাসান পাপন বলেন, বর্তমান বন্যায় ভৈরব উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের দরিদ্র বন্যার্তদেরকে আজ ত্রাণ দেয়া হয়েছে। বন্যায় না খেয়ে কেউ মারা যাবেনা। সরকার ছাড়াও বিসিবি থেকে আমি ত্রাণের ব্যবস্থা করেছি।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply