ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।( ২৮ জুন) মঙ্গলবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ইডেনি জোসেফ সাইমন (৪০), কেনেথ ওকংউ ওবি (৬০), হেনরি ওগেনিওভো এসিরি (৬১)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় রুপি ও ইউএস ডলার, নাইজেরিয়ান নাইরা, বাংলাদেশি টাকা, পাসপোর্ট, স্মার্ট ফোন ও সিম উদ্ধার করা হয়।
ভৈরব র্যাব ক্যাম্প সূত্রে জানায়, তাদের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, তিন জন নাইজেরিয়ান নাগরিক সিলেট এর সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে প্রাইভেটকার ভাড়া করে ঢাকা উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। উক্ত তথ্যর ভিত্তিতে ভৈরবের টোল প্লাজা এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে একটি প্রাইভেটকারে তিন জন নাইজেরিয়ানকে আটক করা হয়।
এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদকালে তারা নিজেদেরকে নাইজেরিয়ান নাগরিক বলে দাবি করে এবং তাদের নিকটে থাকা পাসপোর্ট দেখান। উক্ত নাগরিকদের নিকটে থাকা পাসপোর্ট পর্যালোচনা করে দেখা যায় যে, তাদের ভারতে প্রবেশের ভিসা রয়েছে কিন্তু বাংলাদেশে প্রবেশের কোন বৈধ কাগজ পত্র নেই। এসময় তাদের নিকট হতে ৪ টি নাইজেরিয়ান পাসপোর্ট, ২৭২০ ইউএস ডলার, ২,৬৯,৯০০ ভারতীয় রুপি, ৩৫০ নাইজেরিয়ান নাইরা, ৮,০০০ বাংলাদেশী টাকা ও ১১টি মোবাইল ফোন সিমকার্ড‘সহ উদ্ধার করে জব্দ করা হয়।
উক্ত আসামীরা ভারত হয়ে অবৈধ পথে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বিপুল পরিমান ইউএস ডলার, ভারতীয় রুপি, নাইজেরিয়ান নাইরা ও বাংলাদেশী টাকা‘সহ বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করেছেন বলে জানায় কোম্পানী অধিনায়ক।
উদ্ধারকৃত মালামাল এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply