কুলিয়ারচর প্রতিনিধি :
“ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিস অব অস্ট্রেলিয়া” (এফবিএমএসএ) এর নামে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বন্যার্ত ৩৫০টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।শুক্রবার (১ জুলাই, ২০২২ খ্রিঃ) দুপুরে প্রথম আলো ভৈরব বন্ধুসভার সহযোগিতায় উপজেলার আছানপুর, বাহেরবালী ও নোয়াহাটা গ্রামের বানভাসি মানুষের মধ্যে এই সহায়তা তুলে দেওয়া হয়। চাল পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী নির্মল দাস আর্থিক সহায়তায় অস্ট্রেলিয়ার চিকিৎসকদের ধন্যবাদ জানান। পরে ত্রাণবোঝাই এই নৌকা নোঙর করে নোয়াহাটা গ্রামে। সেখানে গিয়ে ১৫০ পরিবারকে দেওয়া হয় চাল।
ভৈরব বন্ধুসভার সভাপতি সুমাইয়া হামিদ ও সাধারণ সম্পাদক ছিদরাতুল রশিদ জানান, হাওর অধ্যুষিত জনপদের মানুষ বন্যা-পরবর্তী সময়ে ভালো নেই—এই চিত্র আজ নিজ চোখে দেখে আসার সুযোগ হলো তাঁদের। সুতরাং ত্রাণ দিতে আগ্রহীদের হাওরের বানভাসিদের খোঁজ রাখার অনুরোধ করেন।
ত্রাণ কার্যক্রমে অর্থ দিয়ে সহায়তা করা সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিস অব অস্ট্রেলিয়া সংগঠনের সভাপতি চিকিৎসক এ এম এম জহুরুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান। তাঁরা জানান, টিভির পর্দায় বানভাসি মানুষের দুর্ভোগ দেখে তাঁদের হৃদয়কে নাড়া দিয়েছে। এ অবস্থায় দূর থেকে কিছু করার ভাবনা তাড়িত করত। শেষে এখন কিছু একটা করতে পারার তৃপ্তি কাজ করছে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply