নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাস উল্টে আব্দুল হক মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন। শনিবার (২ জুলাই) বিকেল ৩টার সময় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার জাজিরার নাওডোবা এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হক কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের তোতা মিয়ার ছেলে।
মাইক্রোবাসের আরোহীরা জানান, শনিবার ভৈরবের আগানগর ইউনিয়নের ৭০ জন বাসিন্দা ৭টি মাইক্রোবাস নিয়ে পদ্মা সেতু দেখতে আসেন। সকালে সেতু পার হয়ে তারা ভাঙ্গা যান। পরে ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে পদ্মা সেতুর জাজিরা অংশের এক্সপ্রেসওয়েতে কুয়াকাটা থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। সড়কে মাইক্রোবাস উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল হক মারা যান।
জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ, পদ্মা দক্ষিণ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করেন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাওডোবা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে।
পদ্মা দক্ষিণ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিহত আব্দুল হক মোল্লা মাইক্রোবাসের আরোহী ছিলেন। বাস ধাক্কা দিলে তিনি মাইক্রোবাসের নিচে চাপা পড়ে মারা যান।
দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply