ভৈরব প্রতিনিধি
মানবপাচার চক্রের মূল হোতা ও একাধিক চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফরিদুজ্জামানকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। (১ জুলাই) শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানী ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে ওই মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়। ফরিদুজ্জামান কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা গ্রামের আখতারুজ্জামানের পুত্র।
আজ শনিবার(২ জুলাই)দুপুরে এক প্রেসব্রিফিংয়ে র্যাব জানান, অসাধু দালাল চক্র সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশে উন্নত জীবনের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত বাংলাদেশীদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে টাকা হাতিয়ে নিতো।
অসহায় গরীব মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে ধাপে ধাপে টাকা নিয়ে তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে। এসব ঘটনার প্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় মানবপাচার বিরোধী আইনে মামলা করেন ভুক্তভোগী।
ওই মামলায় বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ, ৩য় আদালত, কিশোরগঞ্জ অভিযুক্ত আসামিকে সিআর মামলা নং-৮৪(১)১৯, এন.আই. এক্ট এর ১৩৮ ধারায় ০১ বছরের সশ্রম কারাদন্ড ও ৩৪,০০,০০০/-টাকা অর্থ দন্ড প্রদান করেন এবং বিজ্ঞ যুগ্ম দায়রা জজ,১ম আদালত, কিশোরগঞ্জ সিআর মামলা নং-৮৩(১)১৯, এন.আই. এক্ট এর ১৩৮ ধারায় ০১ বছরের সশ্রম কারাদন্ড ও ২৮,০৫,০০০/-টাকা অর্থ দন্ড প্রদান করেন।
এছাড়াও একই আসামী সিআর মামলা নং-১৩১(১)১৯, সিআর মামলা নং- ১২৯(১)১৯, সিআর মামলা নং-২১(১)১৯, সিআর মামলা নং- ৩০০(১)১৯, সিআর মামলা নং- ৪৬৫(১)১৯ এবং সিআর মামলা নং- ৪৬৬(১)১৮ মামলা সমূহে ওয়ারেন্টভূক্ত পলাতক ছিলেন।
র্যাব-১৪ প্রাথমিক পর্যায়ে উক্ত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা নজর দারীর মাধ্যমে শুক্রবার দিনগত রাতে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও এডি মোঃ আক্কাস আলীর নেতৃত্বে ঢাকা জেলার মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচার চক্রের মূল হোতা আসামী ফরিদুজ্জামানকে গ্রেফতার করেন।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানান, সে সৌদি আরবে মিথ্যা চাকুরীর প্রলোভন দেখিয়ে নিরিহ মানুষদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে ৬-৭ লক্ষ টাকা নেয়। পরবর্তীতে মানব পাচার চক্রের সাথে যোগসাজস করে তাদেরকে সোদি আরবে আবদ্ধ রুমে আটকে রেখে নির্যাতন করে তাদের পরিবারের কাছ থেকে অতিরিক্ত আরো মোটা অংকের টাকা দাবি করার কথা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply