মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে।
রবিবার (৩ জুলাই, ২০২২ খ্রিঃ) বিকেল সাড়ে তিনটায় উপজেলার সালুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ও উছমানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কর্মসূচির শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা।
এসময় উপস্থিত ছিলেন, উছমানপুর ইউপি চেয়ারম্যান নিজাম ক্বারী, উছমানপুর ইউপি সংরক্ষিত নারী সদস্য নাজমা সুলতানা, সালুয়া ইউপি সদস্য সৈয়দ আলী, উছমানপুর ইউপি সদস্য সাদেক, বাদল, নূর জামান, ডিলার মোঃ মুস্তাফিজুর রহমান ও মোঃ ফরিদ উদ্দিনসহ ইউপিসচিব এবং সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সরকার ভর্তুকি মূল্যে ৪০৫ টাকায় প্রতি পরিবারের নিকট দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুরের ডাল ও এক কেজি চিনি বিক্রি করছেন ।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply