ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে গোসলে নেমে বৈশাখী আক্তার (১১ ) নামে ১ শিশু শিক্ষার্থী নিখোজেঁর ৪ ঘন্টা পর বিলের পানি থেকে মৃত্যু উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল । (১২ জুলাই) মঙ্গলবার বিকালে পৌর শহরের পলতাকান্দা এলাকা থেকে বৈশাখীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে নিহত শিশুর ২ চাচাতো বোনকে জীবিত উদ্ধার করে স্থানীয় লোকজন ।
শিশুর পরিবার ও স্থানীয়রা জানান আজ মঙ্গলবার দুপুরে বৈশাখী আক্তার, সুমাইয়া আক্তার ও মারজিয়া আক্তার তারা ৩ চাচাতো বোন শহরের পলতাকান্দা মেঘনা নদীর পাশে বিলের পানিতে এক সাথে গোসলে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে ৩ জনই পানিতে তলিয়ে যায় । পরে স্থানীয় লোকজন সুমাইয়া আক্তার ও মারজিয়া আক্তারকে জীবিত উদ্ধার করলেও বৈশাখী আক্তার পানিতে ডুবে নিখোজঁ হয় । পরে খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারে অভিযান চালায় ।
নিখোজঁ শিশুটির বাবা জাকির মিয়া জানান, গতকাল সোমবার তার শিশু কন্যা বৈশাখী ও তার ভাতিজি সুমাইয়া আক্তার ও মারজিয়া আক্তারসহ ৩ জন তার পরিবারের সাথে নরসিংদীর রায়পুরার মনোরাবাদ খামার থেকে ভৈরবে পলতাকান্দা তার ভাগিনার বাড়িতে বেড়াতে আসে। আজ দুপরে ৩ জনই গোসলে নেমে এরমধ্যে তার ২ ভাতিজিকে জীবিত উদ্ধার করা হলেও তার মেয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় । বৈশাখী তার গ্রামে স্থানীয় একটি বিদ্যাপীঠের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ।
এ বিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, দীর্ঘ ৪ ঘন্টা পর শিশুটিকে মৃত অবস্থায় আমরা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি ।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply