ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে একটি প্রাইভেট হাসপাতাল থেকে রিমা প্রামাণিক (১৯) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (১১ জুলাই) সোমবার সকালে ভৈরবের ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক্স সেন্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিমা পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের সেন্টু প্রামাণিকের মেয়ে। রিমা ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক্স সেন্টার নামের বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রিমা গত দুই বছর ধরে ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক্স সেন্টারে নার্স হিসেবে কাজ করে আসছেন। তিনি বুধবার (৬ জুলাই) হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে যান। (৯ জুলাই) শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে বাড়ি থেকে হাসপাতালে ফিরে আসেন রিমা। সোমবার (১১ জুলাই) সকালে হাসপাতালে বিছানায় তার মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply