ভৈরব প্রতিনিধি
ভৈরবে ৮শ এতিম ও বিধবা পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। আর্ন্তজাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি বাংলাদেশের অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রূরাল রিফর্মস এর ব্যবস্থাপনায় এই মাংস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে ভৈরবের চন্ডিবের এলাকায় অবস্থিত দেশের সর্ববৃহৎ মেয়েদের এতিমখানা হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সদস্যদের মাঝে জন প্রতি দেড় কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়। কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ উমর ও তাঁর সহধর্মিনী মিসেস সাগরিকা আমিন অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের হাতে মাংসের প্যাকেট তুলে দেন।
এসময় অতিথি হয়ে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী ,হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রধান সমন্বয়কারী মাহিন সিদ্দিকী,ভাইস চেয়ারম্যান পাপিযা সিদ্দিকী,
এছাড়াও প্রকল্প সহযোগী নজরুল ইসলাম, ম্যানেজার মোজাহিদুল হক শুভ,প্রজেক্ট ম্যানাজার ইউসুফ আহমেদ গালিব, হিসাব রক্ষক মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রজেক্ট ইনচার্জ (দক্ষতা উন্নয়ন বিভাগ) মোঃ ইকরাম বখস ও তুষার আহমেদ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা অভিনেতা সাইদুর রহমান বাবলু।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply