মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহিলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।(১৬ জুলাই) শনিবার দুপুরে কুলিয়ারচর উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ মহিলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক অনুষ্ঠিত হয়েছে। এসময় সম্মেলনের প্রধান অতিথি নাজমুল হাসান পাপন বলেন, আজকে সম্মেলন হচ্ছে, অনেকদিন পরে হচ্ছে, তারপরও সাংগঠনিক কাঠামো না থাকলে অনেকেরই স্বীকৃতি হয়না। আপনারা অনেক কাজ করেছেন, অনেক কষ্ট ভোগ করেছেন। কিন্তু কেউ স্বীকৃতি পাননি। আজকে এ কমিটির মাধ্যমে আপনাদেরকে সাংগঠনিকভাবে স্বীকৃতি দেয়া হচ্ছে, যাতে করে আপনারা অবশ্যই সংগঠনের প্রক্রিয়া ও গতানুগতিক ভালো কাজ করতে পারেন। এবং ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আজকে অত্যন্ত শুভদিন। দীর্ঘ ৫৩ বছর পর মহিলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে এ উপজেলায়। তিনি বলেন, সংগঠন ছাড়াই এ কুলিয়ারচর উপজেলার মহিলাগণ কেউ ঘরে চুপ করে বসে ছিলেন না, ওনারা সব সময় আমার আব্বা-আম্মার পাশে ছিলেন। কাজেই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
এসময়, কুলিয়ারচর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না, সাধারণ সম্পাদক লিপি আক্তার ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ শিউলী আক্তার, সাধারণ সম্পাদক হিসেবে নার্গিস আক্তারের নাম ঘোষণা করা হয়।
সাবেক সংসদ সদস্য, কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দিলারা বেগম আছমা’র সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সহধর্মিণী রোকসানা হাসান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মেহেরনিগার হোসেন তন্ময়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মুর্শিদ উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিনসহ ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর এবং উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত মহিলাগণ, কুলিয়ারচর উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply