নাজির আহমেদ আল-আমিন:
কিশোরগঞ্জের ভৈরবে এই প্রথম উপজেলা ও পৌর এলাকার সকল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচ এর সকল শিক্ষার্থীদের নিয়ে ২০ বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। (১১জুুলাই) সোমবার পবিত্র ঈদুল আযহার ২য় দিন এমভিশন স্কুল ভৈরব এর পাঙ্গণে ভৈরব এসএসসি ২০০২ ব্যাচ এর সকল বন্ধুরা এই প্রথম এই মিলন মেলার আয়োজন করেছে। এই প্রথম প্রায় তিন শতাধিক শিক্ষার্থী বন্ধুরা ও তাদের পরিবারসহ প্রায় নয়শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এসময় তারা একত্রে হয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়ে। অনেক বছর পর বন্ধুরা একত্রে হতে পেরে নিজেদের মধ্যে এই আনন্দকে ভাগাভাগি করে নেয়।
জানা যায়, ২০ বছর আগে তারা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দেয়ার পর, আর বন্ধুরা একত্রে হতে পারেন। যার যার কর্মস্থলে নিজেদের পেশাগত দায়িত্ব নিয়ে ব্যস্ততা সময় পাড় করছে । তাই তাদের বন্ধুদের সবাইকে একত্রে করার জন্য একটি কমিটি করা হয়। যা দায়িত্বে ছিলেন সরকারি কেবি স্কুলের শিক্ষার্থী রাফিউল আলম মইন,রেলওয়ে স্কুলের ইমরান হোসাইন,জনি আলম, নাজমুল,জহির ঊদ্দিন স্কুলের সবুজ,আক্তার,শিমুলকান্দি স্কুলের আলাউদ্দিনসহ আরও বন্ধুরা।
এছাড়া আরো অনেক বন্ধুদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রথম ২০২২ সালে ঈদুল আযহার ২য় দিন এই মিলন মেলার আয়োজন করা হয়। ভৈরব উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়া এসএসসি ২০০২ ব্যাচ এর সকল বন্ধুরা একত্রে হওয়ার সুযোগ পায়। ঈদের ২য় দিন সোমবার সকালে প্রথমে ভেন্যুতে প্রবেশ হয়ে আনন্দ র্যালী করা হয়।পরে মূল অনুষ্ঠান শুরু করার আগে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। পরে বেলুন উড়িয়ে স্বাগত বক্তব্য দেয় কেবি স্কুলের শিক্ষার্থী রফিউল আলম মইন। আর শুভেচ্ছা বক্তব্য দেয় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.সায়দুল্লাহ মিয়া। তাছাড় দুপুর মধ্যাহ্নভোজ শেষে কমিডিয়ান শো,ম্যাজিক শো, স্লাইড শোসহ র্যাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দিনের শেষে সন্ধায় ফরিদা পারভিনের একক সঙ্গীত সন্ধা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আগে সকল স্কুল বন্ধুদের স্মৃতিময় ধরে রাখার জন্য এক ম্যাগাজিন বই প্রকাশ করা হয় যা সকল স্কুল বন্ধুদের নাম ঠিকানা ছবিসহ ছাপানো হয়েছে । এছাড়া অনেক বন্ধুদের স্মৃতিময় লেখাও দোলে ধরা হয়েছে। এই ম্যাগাজিন বইয়ের সম্পাদনা করেছেন ইমরান হোসেন ও পৃষ্টপুষকতায় ছিলেন রফিউল আলম মইন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply