নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে । ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার হয়ে স্থগিত হয়ে যায় এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো। আর এসএসসি শুরুর ৪৫ দিন পর শুরু হবে এইচএসসি পরীক্ষা। সে হিসেবে নভেম্বরের শুরুতেই এইচএসসি পরীক্ষা হবে। রোববার (১৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা শুরুর দুই সপ্তাহ আগে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে। পরীক্ষা চলাকালীন দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।’
বন্যার কারণে পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
ডা. দীপু মনি বলেন, ‘বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। শিক্ষা বোর্ডগুলো সেই অনুযায়ী পরীক্ষার সংশোধিত সময়সূচি তৈরি করে প্রকাশ করবে। এসএসসি শুরুর ৪৫ দিন পর অর্থাৎ নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু হবে।’
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply