ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে ইউনাইটেড হাসপাতালে নার্সের মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হানিফুর রহমান সুমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত রোববার কিশোরগঞ্জ-২ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক কিশোর দত্ত এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ভৈরব থানার ওসি মো. গোলাম এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ১১ জুলাই সকালে শহরের কমলপুর ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিকস সেন্টারের একটি কক্ষ থেকে নার্স রিমা প্রামাণিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। রিমা প্রামাণিক নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের সেন্টু প্রামাণিকের মেয়ে। তিনি এই সেন্টারেই নার্স হিসেবে দুই বছর ধরে কর্মরত ছিলেন। এ ঘটনায় গত মঙ্গলবার দুপুরে তাঁর বাবা সেন্টু চন্দ্র প্রামাণিক বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply