ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে কালীপুর স্টুডেন্ট এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে।(১১ জুলাই) সোমবার সকালে কালীপুর হাই স্কুল পাঙ্গণে পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নতুন সভাপতি নাজমুল আলম ও নতুন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ নির্বাচিত হয়েছে। নবগঠিত সভাপতি নাজমুল আলম হাজি আসমত সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করেছে আর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ হাজি আসমত সরকারি কলেজ ব্যাবস্থাপনা বিভাগ অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।
এছাড়াও নবগঠিত সংগঠনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রনিক বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন রাজিব, সহ-সভাপতি হিসেবে হাজি আসমত সরকারি কলেজ ব্যাবস্থাপনা বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী শামিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক হিসেবে হাজী আসমত সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ১ম বষের্র শিক্ষার্থী মোঃ রেদোয়ান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হাজী আসমত সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ মাসুদ রানা ও অর্থ সম্পাদক হিসেবে হাজী আসমত সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের মোঃ আমিন উদ্দিন নির্বাচিত হয়েছেন।
কমিটি গঠন করার সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীপুর হাই স্কুলের সভাপতি অধ্যাপক ফজলুল হক, সংগঠনের উদ্দোক্তা ও আজীবন দাতা সদস্য হাজি শফিকুল ইসলাম শফিক, উপদেষ্টা ডাঃ সেলিম রেজা, ইঞ্জিনিয়ার আতিউর রহমান অপু , ডাঃ মোজাম্মেল হক জুয়েল, বাংলাদেশ পুলিশের এএসপি রফিকুল ইসলাম মামুন।
অনুষ্ঠানের সদ্য সাবেক সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য সুফল আহমেদ, শাহাদাত হোসেন, এনামুল হক, রুমেল রায়হান,বিজয় আহমেদ, রিপু তালুকদার,ইব্রাহিম মিয়া,এমদাদুল হক,আকতার হোসেন, খাতামী মুস্তফা পুলক ,আসিফসহ সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালক করেন উক্ত সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন রাজিব।
কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন ২০১৫ সালে উক্ত গ্রামের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়। যা এখনো পর্যন্ত অতন্ত শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছে ।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply