মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।(২৫ জুলাই) সোমবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে এ মাসের সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, নব যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আদনান আখতার, কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ (দা.প্রা) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা,
কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ফজলুল হক, উছমানপুর ইউপি চেয়ারম্যান নিজাম ক্বারী, রামদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজ উল্লাহ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক আবু বাক্কার, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মোঃ ইকবাল হোসেন ও সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুমসহ আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রেখে বিশেষ আলোচনা ও বর্তমানে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত সকলে আলোচনা ও সমাধানে সিদ্ধান্ত গ্রহণ করেন।
এছাড়া আইন শৃঙ্খলা কমিটির সভাপতি জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনানুযায়ী রাত ৮ টার পর দোকান মার্কেট বিপণী বন্ধ থাকবে। তবে সরকারি নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply