মোঃ নাঈমুজ্জামান নাঈম,কুলিয়ারচর:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে অবৈধ জালের ব্যবহার বন্ধে ও রেনু পোনা মাছ শিকার বন্ধে কালী নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। (২৬ জুলাই ) মঙ্গলবার দিনব্যাপী কুলিয়ারচর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দেড়লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ শেষে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
অভিযানে ৪০টি রিং জাল ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড়লাখ টাকা। পরে এ-সব জাল কুলিয়ারচর বাজার লঞ্চঘাটে জনসম্মুখে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এসময় কুলিয়ারচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল হাই, কুলিয়ারচর থানা পুলিশের সদস্য, সাংবাদিক এবং মৎস্য অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply