1. etcnews2022@gmail.com : etcnews :
রবিবার, ১১ জুন ২০২৩, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রেকিং নিউজ

কুলিয়ারচরে কৃষি মেলার উদ্বোধন 

  • প্রকাশকাল মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২২৩ পড়েছেন
কৃষি মেলার অনুষ্ঠানে অতিথিরা ।

মোঃ নাঈমুজ্জামান নাঈম,কুলিয়ারচর:

“কৃষিই সমৃদ্ধি” এ স্লোগানটি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলা-২০২২ এর  শুভ উদ্বোধন করেছেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। মঙ্গলবার (২৬ জুলাই, ২০২২ খ্রিঃ) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আনুষ্ঠানিক ভাবে  তিন দিনব্যাপী এ কৃষি মেলা শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা। এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন। 

স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা এ উপজেলাসহ দেশে কৃষির সফলতা তুলে ধরেন। তিনি বলেন, কৃষির মাধ্যমে এ দেশ বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের চেয়েও অনেক অবদান রেখেছেন। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর বিশেষ জোর দেন তিনি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া বলেন, দেশী ফল বাজার থেকে না কিনে গাছ লাগিয়ে উৎপাদিত ফল খেতে হবে । আমিও নিজের লাগানো গাছ থেকে ফল খাই, খুবই সুস্বাদু। 

তিনি উপস্থিত কৃষকদের সুইজারল্যান্ড থেকে আনা কালো ধানের বীজে ধান চাষে অনুপ্রাণিত হয়ে উপস্থিত কৃষকদের বিনামূল্যে কালো ধানের বীজ প্রদানের আশ্বাসের মাধ্যমে কালো ধান চাষে উৎসাহিত করেন। এছাড়াও সকলকে বেশি করে বৃক্ষ রোপণ করার আহ্বান জানিয়ে মেলার শুভ উদ্ভোধন ঘোষনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা,কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এনামুল হক। 

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম আজিজ উল্লাহ, কিশোরগঞ্জ জেলা ইউনিট মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার (প্রকল্প ও সমবায়) বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম (আবিরাজ মাস্টার), বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ প্রমুখ  । 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আলম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা,  উপ-সহকারী কৃষি অফিসারগণ সার ডিলার ও কৃষক-কৃষাণীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষি মেলার বিভিন্ন  ষ্টল পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি                    

একটি দৃশ্যপট মিডিয়া লিঃ

 
কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST