মো.জামাল আহমেদ.
কিশোরগঞ্জের ভৈরবে মাসিক আইন শৃঙ্খলা কমিটিরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষ্যে এ সভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও জুয়া ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত বন্ধে প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানার পরিদর্শক তদন্ত মোঃ কায়সার, রেলওয়ে থানার ওসি মোঃ ফেরদাউস আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জনপ্রতিনিধিরা।
এসময় বক্তারা বলেন, বিভিন্ন ইউনিয়নে মাদক ও জুয়ার জমজমাট আসর বন্ধের দাবি জানান। এছাড়া শিক্ষকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত বন্ধে ছাত্রীদের নিরাপত্তার জন্য প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানান।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply