সাগর মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুরে পৃথক ঘটনায় ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (১ আগস্ট) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের চর-হটর আলগী নুরানী হাফিজিয়া মাদরাসার মাঠে বৃষ্টিতে পানিতে খেলা করতে গিয়ে দেয়াল ধসে আবিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়।
সে উপজেলা চর-হটর আলগী গ্রামের হান্নান মিয়ার ছেলে। ফুটফুটে শিশুর করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপর দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের আশুতিয়া বকুল নগর গ্রামের আলাল মিয়ার ছেলে জুনায়েদ (৪) বাড়ীর পাশে খেলা করার সময় হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়।
এ সময় আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করে সংজ্ঞাহীন অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। এরপর শিশুটিকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply