1. etcnews2022@gmail.com : etcnews :
রবিবার, ১১ জুন ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রেকিং নিউজ

টঙ্গীপাড়ায় ভৈরবের সাংবাদিকদের বঙ্গবন্ধুর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৭৩ পড়েছেন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পঅর্পণ করছেন ভৈরবের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ।

নিজস্ব প্রতিবেদক:
“ভ্রমণ কল্পনার পরিধি বৃদ্ধি করে, মনকে সতেজ রাখে জ্ঞানকে পরিপক্ব করে” এ স্লোগানে কিশোরগঞ্জের ভৈরবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পঅর্পণ ও বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলীর (র:) মাজারসহ স্বরণকালের বিখ্যাত মসজিদ ষাট গম্বুজ মসজিদসহ পদ্মা সেতু ভ্রমণ করা হয়েছে। (৩০ জুলাই) শনিবার দিনব্যাপী এ ভ্রমণের আয়োজন করা হয়েছে।

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলীর (র:) মাজার জিয়ারত শেষে ।

সিনিয়র সাংবাদিকদের এর সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলীর (র:) মাজার ও বিখ্যাত ষাট গম্বুজ মসজিদসহ পদ্মা সেতু ভ্রমণের সময় উপস্থিত ছিলেন, বৈশাখি টিভি ও কালের কন্ঠের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ,সিএনএন বাংলা আইপি টিভি ও দৈনিক ভোরের পাতার ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদীন রিটন,জি’টিভি ও ভোরের ডাকের ভৈরব প্রতিনিধি এম এ হালিম,দৈনিক নয়াশতাব্দীর ভৈরব প্রতিনিধি এম.আর রুবেল,সাপ্তাহিক অবলম্বন পত্রিকার যুগ্ম সম্পাদক জ.ই পরশ,দৈনিক ভোরের আকাশ পত্রিকার ভৈরব প্রতিনিধি নাজির আহমেদ আল-আমিন,মোহনা টিভি ও দৈনিক আমার সংবাদের ভৈরব প্রতিনিধি মোঃ জামাল আহমেদ, দৈনিক প্রতিদিনের সংবাদ ও ৭১ বাংলা আইপি টিভির ভৈরব প্রতিনিধি মিজানুর রহমান পাটোয়ারী,এবং আনন্দ টিভি’র ভৈরব প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন।

যাওয়ার আগে ভৈরব বাসস্ট্যান্ডে।

এসময় প্রথমে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পঅর্পণ পরে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলীর (র:) মাজার জিয়ারত সবশেষে স্বরণকালের বিখ্যাত মসজিদ ষাট গম্বুজ মসজিদ ও মসজিদের যাদুঘর পরিদর্শন করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি                    

একটি দৃশ্যপট মিডিয়া লিঃ

 
কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST