মোঃ নাঈমুজ্জামান নাঈম,কুলিয়ারচর :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর জন্মবার্ষিকী-২০২২ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (৫ আগস্ট ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ফজলুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক মোঃ নূরুল আলম, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আজহার, মেডিকেল অফিসার ডাঃ ফাহাদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাছিমা আক্তার, কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক রফিকুল বাহার, উপজেলার সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মচারী, শিক্ষক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা দোয়ার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালসহ ১৫ আগস্ট-এ সকল শহিদের স্বরণে মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি ওবায়দুল হক আনজুম খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply