মোঃ জামাল আহমেদ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে আলোচনা সভা দোয়া মাহফিল চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। (৫ আগস্ট) শুক্রবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম, প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনাসভা ও স্মৃতিচারণ মুলক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভ,পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, ভৈরব থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ গোলাম মোস্তুফা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহম্মেদ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান সুজন, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা,যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা প্রমূখ।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ কামালের স্মৃতিচারণ করে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, বহুমাত্রিক প্রতিভা ও মেধার অধিকারী শেখ কামাল মুক্তিযোদ্ধা ছিলেন
ক্রীড়াঙ্গনে ক্রিকেট ও ফুটবল, সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন শেখ কামালের অবদান, বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল বেচে থাকলে দেশের প্রধানমন্ত্রী হতেন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply