ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবন্ধী শিক্ষার্থী মেহেদী হাসানকে হুইলচেয়ার দিলেন ইউএনও সাদিকুর রহমান সবুজ। সোমবার বিকেলে তার কার্যালয়ে মেহেদী হাসানকে হুইলচেয়ার দেন ইউএনও।
জানা যায়,বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। একটি হুইলচেয়ারের অভাবে খুবই কষ্ট করছিল। প্রতিদিন মায়ের কোলে চড়ে স্কুলে আসতে হতো তাকে। এতে মায়ের অনেক কষ্ট হতো। ফেসবুকে পোস্ট দেখে মেহেদীর স্কুল শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন ইউএনও। পরে মেহেদীকে ইউএনওর কার্যালয়ে ডেকে নিয়ে একটি হুইলচেয়ার উপহার দেয়। মেহেদীকে হুইলচেয়ারে বসিয়ে নিজে ঠেলে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেন সাদিকুর রহমান সবুজ।
হুইলচেয়ার পেয়ে মেহেদীর মা বলেন, ছেলেকে আর কোলে করে স্কুলে আনতে হবে না, আমার কষ্ট কমেছে।রেলওয়ে স্কুলের প্রধান শিক্ষক মোক্তার হোসেন বলেন, ইউএনওর মানবিক কাজে বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞ।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply