1. etcnews2022@gmail.com : etcnews :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত ভৈরবে যাত্রীবাহী বাস থেকে গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ ২০ মার্চ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরবে বিকট শব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ,পুলিশের ৬১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ দৈনিক অধিকারের বর্ষসেরা সাংবাদিক এস এম মিজানুর রহমান মজনু ভৈরবে আট গুণীজনকে সম্মাননা দিলো এনটিভি দর্শক ফোরাম ভৈরব যেন ঢাকার বাহিরে আরেকটি শাহবাগ মোড় ভৈরবে সাততলা ভবন থেকে পড়ে এক রংমিস্ত্রির মৃত্যু  পিকাআপ ভ্যানে গাঁজা পাচারকালে দুই মাদক কারবারি আটক
ব্রেকিং নিউজ
ভৈরবকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত ভৈরবে যাত্রীবাহী বাস থেকে গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ ২০ মার্চ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরবে বিকট শব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ,পুলিশের ৬১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ দৈনিক অধিকারের বর্ষসেরা সাংবাদিক এস এম মিজানুর রহমান মজনু ভৈরবে আট গুণীজনকে সম্মাননা দিলো এনটিভি দর্শক ফোরাম ভৈরব যেন ঢাকার বাহিরে আরেকটি শাহবাগ মোড় ভৈরবে সাততলা ভবন থেকে পড়ে এক রংমিস্ত্রির মৃত্যু  পিকাআপ ভ্যানে গাঁজা পাচারকালে দুই মাদক কারবারি আটক

ভৈরবে বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালনে ২২ জন গ্রেফতার 

  • প্রকাশকাল রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৫১ পড়েছেন
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে গ্রেফতার হওয়া কর্মীরা (ছবি : etc-news)

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন ২২ জন। তারা দীর্ঘদিন কারাভোগ করেছিল। ১৯৭৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকীর দিন ভৈরবের তৎকালীন যুবলীগ নেতা ফখরুল আলম আক্কাছ স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে গোপনে আলোচনা করে মৃত্যুবার্ষিকী পালন করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী ১৫ আগস্ট তারিখে অতি গোপনে  হাজি আসমত কলেজের নিউ হোস্টেলে মিলাদ, দোয়া ও কোরআন খতমের আয়োজন করেন তারা। 

এদিন বিকাল সাড়ে ৩ টার মধ্য ১০/১২ জন মৌলভি উপস্থিত হয়ে কোরআন খতম শুরু করেন। একজন একজন করে  আ,লীগ, যুবলীগ, ছাত্রলীগের ২২ জন নেতাকর্মী বিকেল ৪ টার মধ্য কলেজের  নিউ হোস্টেলে উপস্থিত হয়েছেন। এসময় হঠাৎ করে দেখা গেল প্রায় ৩০/৪০ জন পুলিশ নিউ হোস্টেলটি ঘেরাও করে দুতলায় উঠেছে। এসময় পুলিশ রুমে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং রাইফেলের বাট দিয়ে প্রথমে ফখরুল আলম আক্কাছকে আঘাত করতে লাগল। আর লাঠি দিয়ে পেটাতে লাগল সবাইকে। পুলিশ বলছিল, কুত্তার বাচ্চারা বঙ্গবন্ধুর নামে মিলাদের আয়োজন করেছিস, এখন জেলে যেতে হবে। তারপর মৌলভিদেরসহ ২২ জনকে থানায় নিয়ে হাজতে রাখেন। তবে ভৈরব থানা থেকে মৌলভিদেরকে মুচলেকা রেখে এদিনই ছেড়ে দেয়া হয় । পরদিন থানা হাজতে থেকে তারা জানতে পারে তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ মামলা দিয়ে তৎকালীন মহকুমা আদালতে চালান দেয়া হলো। এদিন গ্রেফতারকৃত ২২ জনের কোমড়ে রশি বেঁধে চালান করা হলো তাদেরকে । পরে আদালতে তারা জামিন চাইলে বিচারক তাদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছেন। তারপর তারা দীর্ঘ কয়েকমাস কারাভোগ করার পর জেল থেকে ছাড়া পায়।

সেদিন যারা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল তারা হলো ফখরুল আলম আক্কাছ, আসাদুজ্জামান ফারুক ( বর্তমানে সাংবাদিক), রুহুল আমিন, মতিউর রহমান, মফিজুর রহমান, জজ মিয়া, জিল্লুর রহমান জিল্লু, মাহাবুব আলম, আসাদ মিয়া, ফিরোজ মিয়া, আতাউর রহমান, ফজলুর রহমান, আসাদুল হক শিশু, আজমল ভূঁইয়া, শাহজালাল হোসেন, সুবল চন্দ্র কর, দীলিপ চন্দ্র সাহা, দীজেন্দ্র চন্দ্র সাহা, রসরাজ সাহা, আবদুল হামিদ, ইদ্রিস মিয়া ও মাহবুবুর রহমান।

এবিষয়ে সেদিনের গ্রেফতারকৃত যুবলীগ নেতা ফখরুল আলম আক্কাছ বলেন, আমরা সেদিন দুঃসাহসীকতার সাথে মৃত্যুবার্ষিকীর আয়োজন করেছিলাম। তিনি বলেন, এদেশে কোথাও বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন হয়েছিল কিনা আমার জানা নেই। আমরা ভাবতেও পারেনি মিলাদ দোয়ার জন্য গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করতে হবে। তৎসময়ে সামরিক সরকারের নির্দেশেই আমরা ২২ জন গ্রেফতার হয়েছিলাম।

এদিকে অনেকে অভিযোগ করে বলেন, ঐ দিন বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা ছিল যাদের অপরাধ। কিন্তু এখন তাদের খবর কেউ রাখেনা। এমনকি ১৫ আগস্ট স্থানীয় আ,লীগ ও প্রশাসনের অনুষ্ঠান গুলোতে তাদেরকে দাওয়াতও দেয়না বলে তাদের অনেকেরই অভিযোগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি                    

একটি দৃশ্যপট মিডিয়া লিঃ

 
কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST