মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর :
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর শাহাদাত বার্ষিকী ‘ জাতীয় শোক দিবস-২০২২’ উদযাপন করেছেন কুলিয়ারচর উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন। সোমবার (১৫ আগস্ট, ২০২২ খ্রিঃ) দিনব্যাপী কর্মসূচির মধ্যে সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৯ টায় বঙ্গবন্ধু চত্বর (ভূমি অফিস সংলগ্ন) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুলিয়ারচর থানা, কুলিয়ারচর প্রেসক্লাব, কুলিয়ারচর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা আবাসিক প্রকৌশলী দপ্তর, বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস, বিএডিসি সেচ ভবন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ কুলিয়ারচর জোনাল অফিস, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখা, জনতা ব্যাংক লিমিটেড, উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুলসহ স্থানীয় বিভিন্ন সংগঠন ও এনজিও প্রতিষ্ঠান।
পরে সকাল সাড়ে ৯ নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে এক আলোচনা সভা দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।
ইউএনও’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, সাবেক শিক্ষক নূরুল আলম রাশিদ, সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, যুব উন্নয়ন অধিদপ্তর কুলিয়ারচরের উদ্যোগে সনদ পত্র ও যুব ঋনের চেক বিতরণ, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে শিশু খাদ্য বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
এছাড়া দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথেই দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, সকাল নয়টায় সকাল ৯ টায় বঙ্গবন্ধু চত্বর (ভূমি অফিস সংলগ্ন) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, দুস্থ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি, সম্পাদকসহ নেতৃবৃন্দরা। বিশেষ করে প্রতিবছরের ন্যায় রামদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানের উদ্যোগে এবছরও দুস্থদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ, সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ও জহির রায়হান জজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নূরে আলম, পৌর আওয়ামী লীগ সভাপতি ও উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামাল, রামদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এনামুল হক আবু বাক্কার, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম আজিজ উল্লাহ, কিশোরগঞ্জ জেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুল হক মুছা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মিল্লাত, যুবলীগ নেতা শাহবাজ আহমেদ রুবেলসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ‘জাতীয় শোক দিবস-২০২২’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ ১৫ ই আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply