নিজস্ব প্রতিবেদক
বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে দেশব্যপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে (১৭ আগস্ট) বুধবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়ককের দূর্জয় মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকার ২০০৪ সালে আজকের এই দিনে দেশব্যপী সিরিজ বোমা হামলা চালায়। একই সঙ্গে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে এই দেশে তাদের এজেন্ডা বাস্তবায়নে তান্ডব চালায়। এসব কিছু হয়েছিল বিএনপি-জামাতের ইন্ধনে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply