মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর :
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত ২ লাখ ৯৫ হাজার টাকার অনুদানের চেক উপকারভোগীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেছেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপন। শনিবার (২০ আগস্ট ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৯ জন উপকারভোগীদের মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকার এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় উপকারভোগী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply