নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবের ঘোড়াকান্দা জব্বার জুটমিল রোডে একটি কয়েল ফ্যাক্টরির হিটার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন- মো. শাহিন মিয়া (২৫ ), মো. মাসুম উদ্দিন (৫০), মো. দীন ইসলাম (৪৫ ), মো. মোরশেদ শেখ (৬৫ ) ও আব্দুর রহমান (১১)। (১৯ আগস্ট) শুক্রবার বিকেল ৫টায় পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় জব্বার জুটমিল রোডে দুলাল মিয়ার কয়েল কারখানায় কাজ করার সময় কয়েল হিটার অতিরিক্ত গরম হওয়ায় বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তারা সবাই ওই ফ্যাক্টরির কর্মচারী। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভৈরব থেকে আসা দগ্ধ পাঁচজনের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে। দগ্ধদের শরীরের ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হঠাৎ করে কারখানার কয়েল শুকানো ডায়ারে (আগুনের চুল্লিতে) আগুনের বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় আগুন ধরে যায়। ওই সময় শ্রমিকরা আগুন নেভাতে গেলে ৪ জন শ্রমিক দগ্ধ হয়। খবর পেয়ে ভৈরব বাজার ও ভৈরব নদী ঘাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহত শ্রমিকদের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই বিষয়ে ভৈরব নদীঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা মকবুল হোসেন জানান, কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply