নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জে ভৈরবে মিনি ট্রাকের মাছের ড্রাম থেকে ৪৫ কেজি গাঁজাসহ মোঃ হাসান মিয়া (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। (২১ আগস্ট) রবিবার বিকালে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ায় মেঘনা সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এ মাদক কারবারি আটক করে। আটককৃত মাদক কারবারি হাসান মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শ্যামবাড়ি গ্রামের মোঃ বরকত মিয়ার ছেলে।
র্যাব ভৈরব ক্যাম্প সুত্রে জানায়, আজ রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ অফিসার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের (পিপিএম) ও এডি মো: আক্কাস আলীর নেতৃত্বে শহরের মেঘনা সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে মিনি ট্রাক থেকে ৪৫ (পয়তাল্লিশ) গাঁজা ও ২৪টি মাছ রাখার ড্রাম জব্দসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply