এম আর ওয়াসিম, ভৈরব :
কিশোরগঞ্জেরভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের সহধর্মীনি ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের তৎকালীন সভানেত্রী নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবলাগের উদ্যেগে দোয়া, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। (২১ শে আগস্ট) রবিবার শহরের চন্ডিবের জবায়দা ওয়াজির এতিম খানায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাবেক রাষ্ট্রপতি একান্ত সচিব সাখাখা মোল্লা, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক অরুন আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ, পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসন ইমন, সাধারণ সম্পাদক আল-আমিন সৈকত ও সিনিয়ার সহ-সভাপতি জিল্লর রহমান সহ পৌর ওয়ার্ড কমিটির সভাপতি ও নেতা কর্মীবৃন্দরাসহ অন্যান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এসময় দোয়া মাফফিলে ২১ শে আগস্টে বর্বোচিত গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকলের আত্মার মাগফিরাত কামনা করেন অতিথিবৃন্দ এবং খুনিদের বিরুদ্ধে ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবী জানান বক্তারা।
উল্লখ্য যে, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সামাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন পর ২৪ আগস্ট তিনি মৃত্যু বরণ করেন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply