নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের ভৈরবে বিষ প্রয়োগ করে দুই লাখ টাকার মাছ চুরির অভিযোগ ওঠেছে। উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, গেল ৬ মাসে জগমোহনপুর গ্রামের বাসিন্দা আবু তালেব বাড়ির পেছনে বিলের পানিতে দুই লাখ টাকার পোনা মাছ ছাড়েন। আর তার পাশেই ইজারা নিয়ে আগানগর গ্রামের আক্কাস মিয়াও মাছের পোনা ছাড়েন। কিন্তু গেল বর্ষা মৌসুমে হঠাৎ করে পানি বেড়ে গেলে একাকার হয়ে যায়। ফলে আক্কাস মিয়ার দাবী, তার ঘের থেকে আবু তালেবের ঘেরে মাছ চলে গেছে। তিনি লোক মারফত মাছগুলো ফেরত চান। তবে, আবু তালেবের দাবী, তার থেকেও পাশের ঘের আক্কাস মিয়ার ঘেরে মাছ চলে গেছে। ফলে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে সমাধান করা হয়। তখন সিদ্ধান্ত হয়, পানি বাড়ার কারণে যেসব মাছ চলে যাবার চলে গেছে। আর যেগুলো থাকার সেগুলো রয়েছে। এ নিয়ে যেনো তারা সন্তুষ্ট থাকেন। কেউ যেনো আর দ্বন্ধ না করেন।
ক্ষতিগ্রস্ত মৎসচাষী আবু তালেব জানান, বিষয়টি সমাধান করা হলেও নারাজ ছিলেন আক্কাস মিয়া। তার ধারণা প্রতিপক্ষ আক্কাস মিয়া জেলেদের দিয়ে বিষ প্রয়োগ করে রাতের আধারে তার ঘের থেকে মাছ চুরি করে নিয়ে গেছে। রাতের বেলা ঘটনাটি তিনি টের না পেলেও সকালে বুঝতে পারেন। এতে তার অনেক বড় অঙ্কের ক্ষতি হয়েছে।
অভিযোগ অস্বীকার করে পাশের ঘের মালিক আক্কাস মিয়া বলেন, তিনি তার ঘেরে ৬ লাখ টাকার মাছের পোনা ছেড়ে ছিলেন। কিন্তু বর্ষা মৌসুমে হঠাৎ করে পানি বেড়ে গেলে মাছগুলো বেরিয়ে যায়। তাছাড়া আবু তালেব কোন মাছের পোনা ছাড়েননি। যেসব মাছ ছিল, সেগুলো তার মাছ। কিন্তু আজকের এই ঘটনায় তার অনেক ক্ষতি হয়েছে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply