নাজির আহমেদ আল-আমিন:
কিশোরগঞ্জের ভৈরবে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে নারী আন্দোলনের অগ্রদূত নেত্রী শহীদ আইভি রহমানের ১৮ তম শাহাদাৎ বার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভৈরবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী কালোব্যাজ ধারণ, খতমে কোরআন শোক র্যালি, আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালীভোজসহ বিভিন্ন কর্মসূচী ম্যাধমে ১৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (২৪ আগস্ট) সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ট্রাম হাসপাতাল সংলগ্ন আইভি রহমান স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ, পৌর মেয়র ইফতেখার হোসেন বেণু কিশোরগঞ্জ জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ভৈরব প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, প্রয়াত রাষ্ট্রপ্রতি জিল্লুর রহমান এর একান্ত সচিব ও এমপির প্রতিনিধি মোল্লা সাখাওয়াত, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তুফা প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মানোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ভৈরব প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কাজল, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউল ইসলাম অলি, যুগ্ম আহবায়ক অরুন আল আজাদ, ইকবাল হোসেনও আরমান উল্লাহ, উপজেলা সেচ্ছাসেবলীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক আল আমিন সৈকত, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামীম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকিব রায়হান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদন মোঃ রিয়াদ মিয়া, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন প্রমূখ।
এর আগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ কোরআন খতম হয়। পরে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে সাড়ে ১১ টায় ভৈরব এমপি পাইলট গালস হাই স্কুলে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, আইভি রহমান ২০০৪ সালের ২১আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ঘাতকের ছোঁড়া গ্রেনেডে মারাত্মকভাবে আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন ঘাতকের ফাসির দাবি জানিয়াছেন ভৈরব বাসী ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় সেদিন ২৪ জন নিহত ও কয়েকশ নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছিল।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply