মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম অগ্রদূত, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের সহধর্মিণী শহীদ আইভি রহমানের ১৮তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট, ২০২২) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মাস্টার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, জহির রায়হান জজ, রামদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম আজিজ উল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এনামুল হক আবু বাক্কার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সৈয়দা নাছিমা আক্তার চায়না, সাধারণ সম্পাদক লিপি আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শামীমা আক্তার শিউলি, সাধারণ সম্পাদক নার্গিস বেগমসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ভৈরবে শহীদ আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ, বড়চারা আইভি রহমান স্কুলে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল, রামদী ইউনিয়ন আওয়ামী সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল্লাহ কামাল।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply