নাজির আহমেদ আল-আমিন:
কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতি মামলার পলাতক আসামী লিটন মিয়াকে গ্রেফতার করেছে ভৈরব নৌ থানা ইউনিটের সদস্যরা।(২৮ আগস্ট) রবিবার ভোর রাতে আসামীর শুশুরবাড়ি শ্রীনগর এলাকা থেকে আটক করা হয়। লিটন মিয়া উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া উত্তরপাড়া ৫ নং ওয়ার্ডের লিয়াকত মিয়ার ছেলে। গ্রেফতারকৃতকে আজ রোববার সকালে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব নৌ-থানার উপ-পরিদর্শক রাসেলের নেতৃত্বে রবিবার ভোর রাতে শ্রী-নগর গ্রাম থেকে লিটন কে গ্রেফতার করে নৌ-পুলিশ ।
এ বিষয়ে ভৈরব নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ সাইদুর রহমান জানান, সম্প্রতি ভৈরব ছাত্রলীগের নেতা-কর্মীরা হাওর এলাকা ভ্রমণ শেষে নৌ-পথে ভৈরবে আসার পথে আগানগর এলাকায় পৌছলে একদল ডাকাত ছাত্রলীগের নৌকা আটকিয়ে মারধোর করে মোবাইল ও টাকা –পয়সা ছিনিয়ে নেয় । এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে থানায় ডাকাতির মামলার এজাহার নামীয় আসামি গ্রেফতারকৃত লিটন । এর আগে এ মামলার প্রধান আসামি বর্তমান আগানগর ইউপির সদস্য শহীদ কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply