নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে ব্রম্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক মহিলার(৪০) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ইউনিটের সদস্যরা।(৩১ আগস্ট) বুধবার রাত নয়টায় শহরের পঞ্চবটি এলাকায় অবস্থিত জব্বার জুট মিলের পশ্চিম পাশে ব্রহ্মপুত্র ও মেঘনার মোহনায় ভাসমান অবস্থায় মরদহ দেখতে পেয়ে এলাকাবাসী ভৈরব নৌ পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ৯টায় ব্রহ্মপুত্র নদ ও মেঘনা নদীর মোহনায় একটি মরদেহ পানিতে ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর পেলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পড়নে সবুজ রংয়ের কাপড় পরিহিত ছিল। ধারণা করা হচ্ছে মরদেহটি দুদিনের মত পানিতে পড়েছিল।
এ বিষয়ে ভৈরব নৌ থানার উপ-পরিদর্শক রাসেল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুদিন যাবত মরদেহটি পানিতে ছিল। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply