নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় তিন কারখানার মালিককে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ। সোমবার (৫ সেপ্টেম্বর) শহরের চন্ডিবের, কালিপুর ও লক্ষীপুরের বিভিন্ন কয়েল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি কারখানার মালিককে মোট ১ লাখ ৯০হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিযানে গাছতলা ঘাট এলাকার ওমেগা কয়েল কারখানার মালিককে ৮০,হাজার টাকা ,কালিপুর এলাকার জাকির কয়েল ফ্যাক্টরি ৫০হাজার টাকা ও লক্ষীপুর এলাকার আনোয়ার কয়েল কারখানা ৬০হাজার টাকা অর্থদন্ডসহ তিন কারখানেই সিলগালা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ জানান, ভৈরবে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় তিন কারখানার মালিককে ১ লাখ ৯০হাজার টাকা অর্থদন্ডসহ সিলগালা করা হয়েছে । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply