নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরব উপজেলারশ্রীনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আনন্দ টিভি ভৈরব-কুলিয়ারচর প্রতিনিধি মো. আরিফুল ইসলাম মামুনের পিতা উপজেলার শ্রীনগর নিবাসী বীরমুক্তিযোদ্ধা মো. আলাল মিয়া আর নেই। তিনি ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় শ্রীনগর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বীরমুক্তিযোদ্ধা মো. আলাল মিয়ার নামাজে জানাজা মঙ্গলবার বেলা ১১টায় শ্রীনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
এছাড়া ভৈরব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় শ্রদ্ধাঞ্জলি ও গার্ড অব অনার প্রদান করা হয়। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন।পরে শ্রীনগর পূর্বপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply