1. etcnews2022@gmail.com : etcnews :
শনিবার, ১০ জুন ২০২৩, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
ব্রেকিং নিউজ

ভৈরবে ভুল চিকিৎসায় প্রসূতিকে মেরে ফেলার অভিযোগ স্বজনদের হাসপাতাল ঘেরাও

  • প্রকাশকাল বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯ পড়েছেন

ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় এক প্রসূতিকে মেরে ফেলার অভিযোগ ওঠেছে। শহরের কমলপুর নিউ টাউন এলাকার স্বদেশ হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম তাকমিনা বেগম (২১) উপজেলার মিরারচর গ্রামের মো. রফিকুল ইসলামের কন্যা। এ ঘটনায় নিহতের স্বজনরা আজ বুধবার বিকেলে হাসপাতালটি ঘেরাও করে। ফলে বেসকারি হাসপাতালটির মালিক পক্ষের লোকজন নিহতের স্বজনদের উপর চড়াও হয়। একই সঙ্গে তাদেরকে শারিরীকভাবে লাঞ্চিত করারও অভিযোগ ওঠেছে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, মো. জাকির হোসেন নামে স্থানীয় এক দালালের মাধ্যমে নিহত তাকমিনা বেগমকে গত রোববার বিকেলে সিজারিয়ান অপারেশনের জন্য স্বদেশ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে তাকমিনা সিজারিয়ান অপরেশনের মাধ্যমে একটি পুত্র সন্তার জন্ম দেয়। কিন্তু নবজাতকের মায়ের শারিরীক অবস্থা ভালো নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িগড়ি করে এম্বুলেন্সের মাধ্যমে তাকে ঢাকা পাঠানো হয়। ঢাকায় নেবার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে, নবজাতক শিশুটি এখনো বেচে আছে।
নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভুল চিকিৎসার কারণে তাকমিনার মৃত্যু হয়েছে। আর হাসপাতালেই তার মৃত্যু হয়। বিষয়টি দামাচাপা দিতেই তড়িগড়ি করে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই এম্বুলেন্সের মাধ্যমে রোগীকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।

নিহতের বাবা মো. রফিকুল ইসলাম জানায়, ঘটনার পর দিন গত সোমবার মেয়ের মরদেহ দাফন করে আজ (বুধবার) বিকেলে তারা হাসপাতালে এলে মালিকপক্ষের লোকজন তাদের উপর চড়াও হয়। বিষয়টি নিয়ে কথা বলায় তাদেরকে শারিরীকভাবে লাঞ্চিত করে। এছাড়াও বিষয়টি নিয়ে কেউ কথা বললে অবস্থা খুব খারাপ হবে বলে হুমকি দেয়। এমন কি তারা ‘প্রয়োজনে ৫০ লাখ টাকা খরচ করবে, তবুও দেখে নিবে’ বলেও হুমকি দেন।
খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সন্ধ্যার দিকে হাসপাতালে গেলে দেখাযায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছে। এছাড়াও বিষয়টি সমাধানের অর্থ্যাৎ দফারফার জন্য একটি চক্র উভয়পক্ষের লোকজনকে নিয়ে আলোচনায় বসেছেন।
এ সময় অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে স্বদেশ হাসপাতাল মালিকপক্ষের পরিচালক মো. মাজহারুল ইসলাম, কোন কথা বলতে রাজি হননি। তবে, বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেন।
আর এ বিষয়ে হাসপাতালে উপস্থিত ভৈরব থানা পুলিশের ওসি (অপারেশন) কায়সার আহমেদ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি                    

একটি দৃশ্যপট মিডিয়া লিঃ

 
কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST