নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের ভৈরবে সেভ দ্য টুমরোর আয়োজনে বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষর্থীদের মাঝে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।(১০ সেপ্টেম্বর) শনিবার সকালে উপজেলা বঙ্গবন্ধু হল রুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জুলহাস হোসেন সৌরভ।
সেভ দ্য টুমরোর সভাপতি রিয়া রায়ের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি হাজী আসমত কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, শিমুলকান্দি ডিগ্রী কলেজের অধ্যাপক সিরাজুল ইসলাম সালাম,সহকারিণী অধ্যাপক কাজী জাফর উল্লাহ, সংগঠনের উপদেষ্টা মতিউর রহমান সাগর, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, লন্ডন প্রবাসী আব্দুল্লাহ আল মামুন, রক্ত সৈনিক সংগঠনের প্রতিষ্ঠাতা শামসুল হক বাদল প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সেভ দ্য টুমরোর নির্বাহী পরিচালক শরীফ ওবায়েদুল্লাহ।
এছাড়াও এসময় অনুষ্ঠানে ভৈরবের সংগঠনের কাজী শফিকুল ইসলাম বিজয় (সহ সভাপতি),মোঃ সাব্বির হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), শামিম আহমেদ (অর্থ সম্পাদক),রাহিম আহমেদ (রক্তদান বিষয়ক সম্পাদক),ফুজাইল খান জয় (পরিবেশ বিষয়ক সম্পাদক),তৌফিকুল ইসলাম (সহ অর্থ সম্পাদক),তারিফ মাহমুদ মারুফ (প্রচার সম্পাদক), শাওন দাস(সহ দপ্তর সম্পাদক),সোনিয়া আক্তার (পাঠচক্র বিষয়ক সম্পাদক), সাবিরুল ইসলাম( ক্রিয়া সম্পাদক), মোঃ রাজীব আকন্দ (পাঠদান বিষয়ক সম্পাদক),সাবরিনা মেহেরীন ( সহ পাঠচক্র সম্পাদক), জীবন চন্দ্র দাস (তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক),তানজিনা আহমেদ মুক্তা, মুক্তা মনি,রিয়াদ মিয়া,আবদুল আল রাফি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উক্ত সংগঠনের সদস্য কাজী শফিকুল ইসলাম বিজয় ও সাব্বির হোসেন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply