1. etcnews2022@gmail.com : etcnews :
রবিবার, ১১ জুন ২০২৩, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রেকিং নিউজ

ভৈরবে ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক টাকা অর্থদন্ড

  • প্রকাশকাল সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬ পড়েছেন

নাজির আহমেদ আল-আমিন

কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন অবৈধ কোম্পানীর প্যাকেট,নিষিদ্ধ পলিথিন, অবৈধ কয়েল ও কয়েল তৈরীর কাঁচামাল সরবরাহ করায় এবং খোলা খাবার বেশী মূল্যে বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ছয় প্রতিষ্ঠানের মালিক পক্ষকে ১ লক্ষ ২৪ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ জুলহাস হোসেন সৌরভ।(১৯ সেপ্টেম্বর) সোমবার দিন ব্যাপী ভৈরব বাজারের বিভিন্ন গলিতে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ভৈরব বাজারের মিষ্টি পট্টির ভূইয়া স্টোরকে বিভিন্ন অবৈধ কোম্পানির প্যাকেট সরবরাহ করায়, নিষিদ্ধ পলিথিন ব্যাগ সরবরাহ করায়, অবৈধ কয়েল “হরতাল এবং রাহিম” বাজারজাত করায় এবং অবৈধ কয়েলের কাচামাল সরবরাহ করায় এবং অনুমোদন ব্যতীত বিভিন্ন ক্যামিকাল বিক্রি ও সরবরাহ করায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাজী মাহবুবুর রহমানকে ৮০ হাজার টাকা অর্থদন্ডসহ সিলগালা করা হয়। 

এছাড়া রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় এবং মূল্য তালিকা না থাকায় আব্দুল গফফারকে ৫ হাজার টাকা, দোকান থাকা স্বত্বেও রাস্তা দখল করে কাপড়ের ব্যবসা পরিচালনা করায় মোঃ খুর্শিদ মিয়াকে ২ হাজার টাকা,অবৈধভাবে খোলাপন্য মোড়কজাত করে বেশি মূল্যে পন্য বিক্রি করায় কালীবাড়ি রোডের মোঃ আরশ মিয়াকে ১০ হাজার টাকা, দোকান থাকা স্বত্বেও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় চকবাজারের এয়াকুবকে ২ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায়, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় তাছড়া অন্যান্য সনদ মেয়াদোত্তীর্ণ হওয়ায় নাটাল মোড়ের নন্দন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ২৪ হাজার অর্থদন্ড করা হয় এবং এক মাসের মধ্যে সকল অসংগতি সংশোধনের জন্য সতর্ক করা হয়। 

অভিযানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ জানান, ভৈরবে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় এবং বিভিন্ন অবৈধ কোম্পানীর প্যাকেট,নিষিদ্ধ পলিথিন, অবৈধ কয়েল ও কয়েল তৈরীর কাঁচামাল সরবরাহ করায় এবং খোলা খাবার বেশী মূল্যে বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ছয় প্রতিষ্ঠানের মালিক পক্ষকে ১ লক্ষ ২৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তিনি।

অভিযানের সময় বিএসটিআইয়ের একজন প্রতিনিধি এবং ভৈরব বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি                    

একটি দৃশ্যপট মিডিয়া লিঃ

 
কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST