নিজস্ব প্রতিবেদক
“সুন্দরকে নেব তুলে সব কিছু ভুলে” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে তিনদিন ব্যাপী নাট্য অভিনয় প্রশিক্ষণ কর্মশালা। (২২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে নিবেদিতা নাট্যাঙ্গন ভৈরব আয়োজনে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই মোমবাতি জ্বালিয়ে কর্মশালার উদ্বোধন করা হয়।
তিনদিন ব্যাপী কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষণ প্রদান করেন নাট্য নির্দেশক ও অভিনেতা সুশান্ত কুমার সরকার। প্রশিক্ষণের উপজেলার ৫০ জন নাট্য কর্মী অংশগ্রহণ করেন।
নাট্য অভিনয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু।
সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন পলাশের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সভাপতি মন্ডলির সদস্য উত্তম কুমার সাহা, কাকলী খেলাঘর আসরের সভাপতি সত্যজিৎ দাস ধ্রুব, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, নাট্য নির্দেশক ও অভিনেতা প্রশিক্ষক সুশান্ত কুমার সরকার প্রমুখ।
নিবেদিতা নাট্য সংগঠনের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সবুজ বলেন, সমাজে নাট্য কর্মীরা শৃংখলার মাধ্যমে চলতে পারি। শহরের উন্নয়ন করলেই হবে মানুষের মানুষিক উন্নয়ন ঘটাতে হবে। সমাজে নাট্য অভিনয়ে মাধ্যমেই সমাজে বিভিন্ন সমস্যার প্রতিবাদ করা যায়।
প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু বলেন, স্থানীয় পর্যায়ে এই ধরণের কর্মশালার মাধ্যমে দক্ষ ও সৃজনশীল অভিনেতা হিসেবে গড়ে উঠতে সহায়ক হিসাবে কাজ দেবে। তাই নাট্য কর্মীরা এই ধরণের কর্মশালার মাধ্যমে অনেক কিছু শিখতে পারে। দেশের উন্নয়ন হচ্ছে কিন্তু মানুষিক উন্নয়ন হয়নি। তাই সমাজে সাংস্কৃতিক কর্মকান্ডকে সমাজে প্রসারিত করার আহবান জানান বক্তরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সবুজ।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply