নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে নৈশ্য মৎস্য আড়তে উঠেছে ৩৫ কেজি ওজনের ব্রিকেট মাছ । (২৫সেপ্টেম্বর ) রোববার সন্ধ্যায় পৌর শহরের মেঘনা ফেরিঘাটের পলতাকান্দা এলাকায় বি-বাড়িয়া মৎস্য আড়তে এ মাছটি নিয়ে আসলে জান্নাত এন্টার প্রাইজের মালিক হানিফ মিয়া তার দোকান (ঢালায়) বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। এসময় মাছটি দেখতে উৎসুক মানুয়েরা ভিড় করেছে। এসময় মাছটি ২৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
জানা যায়,আজ দুপুরে বি-বাড়িয়া জেলার নবীনগর এলাকার মেঘনা নদী থেকে জাল দিয়ে ধরেন ৩৫ কেজি ওজনের এই ব্রিকেট মাছটি। পরে বিক্রির জন্য ভৈরবের বি-বাড়িয়া মৎস্য আড়তে নিয়ে আসেন অনিক বাবু নামের এক বেপারী ।
এ বিষয়ে বি-বাড়িয়া মৎস্য আড়তের মালিক মানিক বাবু বলেন, প্রতিনিয়ত ভৈরবের মাছের আড়তে বড় বড় মাছ আসে। আজ বিকেলে এক পাইকার ৩৫ কেজি ওজনের ব্রিকেটটি বিক্রির জন্য নিয়ে আসেন। এসময় মাছটি ৬৫০টাকা কেজি ধরে ক্রয় করেন জান্নাত এন্টার প্রাইজের মালিক হানিফ মিয়া । মাছটি তিনি বেশী দামে বিক্রির জন্য ক্রয় করা হয়।
জান্নাত এন্টার প্রইজের মালিক হানিফ মিয়া বলেন, আমরা সব সময় এই রকম বড় বড় মাছ ক্রয় করে থাকি। আজ ৩৫ কেজি ওজনের ব্রিকেট মাছটি আমি ৬৫০ টাকা কেজি ধরে ক্রয় করেছি আর নরসিংদীর এক ব্যবসায়ীর কাছে ৭০০ টাকা কেজি করে বিক্রি করেছি ।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply