নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহতসহ আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। (২৭ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছয়সূতি ইউনিয়নের ছয়সূতি ঈদগাহ মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী শ্যামল ছায়া নামে এক যাত্রীবাহী বাসের চাপায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে একজন মারা যায় এবং আরেকজন সেখানে চিকিৎসাধীন রয়েছে ।
ছয়ছতি ইউনিয়নের চেয়ারম্যান ভিপি ইকবাল হোসেন জানায়, আমরা দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসি ।এখনো কোন লাশের পরিচয় পাওয়া যায়নি তবে আমরা আত্মীয় স্বজনের মাধ্যমে খবর নিচ্ছি ।
কুলিয়ারচর থানার ওসি মো.গোলাম মোস্তফা জানায়, দুর্ঘটনার খবর পাওয়া সাথেই সাথেই ঘটনাস্থলে আমিসহ আমাদের পুলিশ সদস্যরা পৌঁছে যাই। আমরা শুনেছি দুজন ঘটনাস্থলেই মারা যায় আর বাকিদুজনকে বাজিতপুর জুহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে । আর আমরা তাদের পরিচয় জানার চেষ্টা করছি।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. নুর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করা হয়,এরপর হাসপাতালে একজন মারা গেছে বলে খবর পেয়েছি। তিনি আরও বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply