মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর
আমার থাহার কোনো জায়গা ছিলো না। ছেলে-মেয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি থাকতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরও দিছে, জায়গাও দিছে। অহন ছেলে-মেয়ে নিয়া অনেক ভালো আছি। আশ্রয়নের পাশে একটা দোকান দিছি। অনেক খুশি হয়েছি৷ আল্লাহ শেখ হাসিনারে বাছাইয়া রাহুখ। ইউএনও’র প্রশ্নের জবাবে কথাগুলো বলছিলেন, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের কলাকূপা আশ্রয়নের বাসিন্দা মোঃ মজিবুর রহমান। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল এগারোটায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেয়া উপহার আশ্রয়ন প্রকল্পের ঘরে ঘরে পৌঁছে দেয়ার সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা কেমন আছেন জিজ্ঞেস করলে মজিবুর এ কথাগুলো বলেন৷
এসময় উপস্থিত ছিলেন, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মোঃ ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা জুবায়ের হোসেন সাকী,উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খান, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply