মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৬ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এ দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মাস্টার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়ালসহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি আনজুম খান।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply