নিজস্ব প্রতিবেদক
‘মানুষের কল্যাণে কাজ করতে চাই’ এ জন্য আমার সহকর্মী হিসেবে সকলের
সহযোগিতা কামনা করি। যদি মহান আল্লাহর রহমতে বিজয়ী হয়। তাহলে অবশ্যই সমাজের অন্যান্য কাজের পাশাপাশি সাংবাদিকদের স্বার্থ রক্ষায় এবং উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভৈরব উপজেলা থেকে সদস্য প্রার্থী মো. জাকির হোসেন কাজল এসব কথা
বলেন। আজ শনিবার বিকেলে শহরের ফ্লেভার্স রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দ্যেশে এসব কথা বলেন।
জানাগেছে, মো. জাকির হোসেন কাজল ভৈরব প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ভৈরব থেকে প্রকাশিত সাপ্তাহিক সময়ের দৃশ্যপট পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে রয়েছেন। আসছে ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মো. জাকির হোসেন কাজলসহ ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
এদিকে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক ও এস এম বাকী বিল্লাহ, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক মোস্তাফিজ আমিন,
ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটির সভাপতি মো. তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক এটিএন বাংলা ও দৈনিক ইত্তেফাকের ভৈরব প্রতিনিধি মো. তুহিন মোল্লা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা এসএ টিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার ভৈরব প্রতিনিধি খাইরুল ইসলাম সবুজ ও দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মো. আক্তারুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply