নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ১২ নম্বর ওয়ার্ডের (ভৈরব উপজেলার)থেকে দুই প্রার্থী সমানসংখ্যক ভোট পেয়েছেন। এদের মধ্যে মো. জাকির হোসেন কাজল তালা প্রতীকে পেয়েছেন ৫১ এবং কাইসার আহমেদ ভূঁইয়া ঘুড়ি প্রতীকে সমানসংখ্যক ভোট পেয়েছেন।(১৮ অক্টোবর) মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দুই প্রার্থীর উপস্থিতিতে লটারির মাধ্যমে জাকির হোসেন কাজলের নাম উঠায় তাকে বিজয়ী ঘোষনা করেছেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. শামীম আলম। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল আলম, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. সিহাব উদ্দিন।
নির্বাচন অফিস সূত্রে জানায়, ১৭ অক্টোবর ভৈরব উপজেলায় জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোট গণনায় ২ প্রার্থী মো. জাকির হোসেন কাজল ও মো. কাইসার আহমেদ সমান সমান ভোট পায়। ফলে জেলা পরিষদ বিধি মোতাবেক লটারীর মাধ্যমে বিজয়ী প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার লটারীর মাধ্যমে মো. জাকির হোসেন কাজল বিজয়ী হয়। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে জাকির হোসেন কাজল তালা মার্কা নিয়ে ৫১ ভোট ও কাইসার আহমেদ ভূঞা ঘুড়ি মার্কা নিয়ে ৫১ ভোট পেয়েছিলেন।
আরও জানায়, উপজেলার ৭ ইউনিয়ন ও এক পৌরসভায় ভোটার সংখ্যা ছিল ১১১ জন। এর মধ্যে ১০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অপরদিকে ১৭ অক্টোবর নির্বাচনে ভৈরব থেকে জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান ও সংরক্ষি মহিলা ভৈরব, কুলিয়ারচর ও কটিয়াদী ওয়ার্ডে সদস আসমা আহমেদ বিজয়ী হয়।
এদিকে উৎসবমুখর পরিবেশে ইভিএম পদ্ধতিতে গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। আর এবারের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মির্জা মো. সুলায়মান পারিবারিক সমস্যা দেখিয়ে আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে তিনজন প্রার্থী নির্বাচনের মাঠে লড়াইয়ে নামেন। তাঁরা হলেন মো. জাকির হোসেন কাজল, কাইসার আহমেদ ভূঁইয়া এবং হাতী প্রতীকের নাজির উদ্দিন। তবে হাড্ডাহাড্ডি লড়াই হয় তালা এবং ঘুড়ি প্রতীকের মধ্যে। তারা দুজনেই ৫১টি করে ভোট পান। এ ছাড়াও মির্জা মো. সুলায়মান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৪ ভোট এবং নাজির উদ্দিন হাতী প্রতীকে পেয়েছেন ১ ভোট।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply