নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার আয়োজনে(২২ অক্টোবর) শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এ সময় নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস.এম বাকি বিল্লাহ ও সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দীনসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উক্ত দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে এক বিতর্ক প্রতিযোগীতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণে আয়োজন করা হয়। এসময় সংগঠনের সভাপতি এস. এম বাকি বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাট্য অভিনেতা মতিউর রহমান সাগর প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সড়ক আইন মেনে চালকরা গাড়ী চালালে এবং সড়ক পারাপারে সচেতনতা অবলম্বন করলে দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে। বাংলাদেশে প্রতিবছর সড়ক দূর্ঘটনায় ২৫ হাজার মানুষ মারা যায়।
তাছাড়া এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ মো:মোজাম্মেল হক, এলিন ফুড প্রোডাক্টস এর মহাব্যবস্থাপক রঞ্জন কুমার কর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শীক্ষার্থী ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন অংশ নেন। আলোচনাসভা শেষে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইমরান হোসেন
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply