নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে মাদক পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।(২২ অক্টোবর) রাত ১টায় ঢাকা সিলেট মহাসড়কের নাটাল টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নেত্রকোনা জেলার সদর থানার বাইশধার এলাকার লুৎফর রহমানের ছেলে হৃদয় মিয়া(৩০)ও একই জেলার বারহাট্টা থানার সাধুয়ার কান্দা এলাকার ইউসুফ আলীর ছেলে মোঃ মোরসালিন (১৬)কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ১টি পিকআপ জব্দ করা হয়।
ভৈরব ক্যাম্প সূত্রে জানায়, তাদের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এবং কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের,পিপিএম এর নেতৃত্বে
ঢাকা সিলেট মহাসড়কের ভৈরবে নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি হৃদয় মিয়া ও মোঃ মোরসালিনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে দখলে থাকা ১টি পিকআপ তল্লাশী করে ১২ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ১ টি পিকআপ উদ্ধার করে জব্দ করা হয়।
তারা আরও জানায়, আসামীরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply