নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরব দিয়ে যাওয়ার পথে অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারকালে ২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। (১৮ নভেম্বর ) শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাসষ্ট্যান্ডের দূর্জয় মোড় এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জামালপুর জেলার ইসলামপুর থানার পলবান্ধা ব্যাপারীপাড়া মৃত সুজা ব্যাপারী পুত্র মোঃ মহরম আলী (২১) ও একই জেলার মোঃ সওদাগর ব্যাপারী পুত্র মোঃ রুবেল মিয়া (২৩)।
র্যাব ক্যাম্প সূত্রে জানায়, সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তেলের ড্রামে অভিনব কায়দায় ১২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইন-২০১৮ সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply